মামুন খানের জন্ম সত্তর দশকের শেষভাগে, নেত্রকোনায়। প্রথম কবিতার বই ‘জল ও জলপাই’ (২০০৮) প্রকাশের পরই নিজস্ব স্বর ও বিষয় নির্বাচনের চমৎকারিত্বের কারণে বোদ্ধামহলে প্রশংসিত হন। তবে তাঁর কবিতা সহজ ও মায়ামাখা ফলে সাধারণ পাঠকের সঙ্গেও মুহূর্তেই যোগাযোগে সক্ষম। তাঁর দ্বিতীয় বই ‘বাইরে দুপুর ভিতরে ভৈরবী’ প্রকাশিত হয় ২০১১ সালে। দীর্ঘ বিরতির পর এবার বইমেলায় এসেছে মামুন খানের তৃতীয় কবিতার বই ‘জলসায়রের পলি’। কথা বলেছেন বইমেলা উপলক্ষে বার্তা২৪-এর বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ