মাদক পাচারে সাহায্য, হন্ডুরাসের সাবেক রাষ্ট্রপতির ৪৫ বছরের কারাদণ্ড

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-27 10:09:26

মাদক ও অস্ত্র পাচারকারীদের সাহায্য করার অভিযোগে হন্ডুরাসের সাবেক রাষ্ট্রপতি হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ৪৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি আদালত তাঁকে এই সাজা দিয়েছেন। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত মার্চে এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিল নিউ ইউর্কের ম্যানহাটন ফেডেরাল আদালত। বুধবার সাজা ঘোষণা করলেন বিচারক কেভিন ক্যাস্টেল।

ক্ষমতায় থাকাকালীন হার্নান্ডেজ় মাদক চোরাকারবারি চক্রের সঙ্গে ষড়যন্ত্র করে আমেরিকায় মাদক পাচার করেছিলেন বলে অভিযোগ ছিল। সে সময় তাঁর সামরিক ও জাতীয় পুলিশ বাহিনীকে ব্যবহার করে তিনি যুক্তরাষ্ট্রে কোকেনসহ বিভিন্ন মাদক পাচার করেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে তাকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

এছাড়াও তার বিরুদ্ধে ২০১৩ এবং ২০১৭-র প্রেসিডেন্ট নির্বাচনে জিততে মাদক পাচারের অর্থ ব্যবহারেরও অভিযোগ ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৪-২২ হন্ডুরাসের প্রেসিডেন্ট পদে ছিলেন হার্নান্ডেজ়। ক্ষমতা হারানোর পরে সে দেশের সরকারের সহায়তায় মাদক পাচারে অভিযুক্ত প্রাক্তন রাষ্ট্রনেতাকে আমেরিকায় প্রত্যর্পণ করা হয়েছিল। বর্তমানে তিনি নিউ ইউর্কের ব্রুকলিন জেলে বন্দি।

এ সম্পর্কিত আরও খবর