রায়ে ক্ষুব্ধ ওসি মোয়াজ্জেমের ভাই, দুষছেন মিডিয়াকে
নুসরাত হত্যাসাজানো মামলা ও মিডিয়া ট্রায়ালের কারণে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের সাজা হয়েছে বলে মন্তব্য করেছেন তার ভাই খন্দকার আরিফুজ্জামান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর বার্তা২৪.কম'র কাছে এ প্রতিক্রিয়া জানান তিনি।
আরিফুজ্জামান বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মামলা করার এখতিয়ার নেই। তার ভাই ন্যায় বিচার পায়নি। উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করছি উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো।
ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে দুই ধারায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডও দেয়া হয় তাকে।