বিশাল ঘাটতি নিয়ে বাজেট পেশ
বাজেট অর্থবছর ২০২১-২২২০২১-২০২২ অর্থবছরের ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা বেশি।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬৮১১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। বৈদেশিক উৎস হতে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা। অভ্যন্তরীণ হতে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা হতে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংব বহিভূর্ত খাত থেকে আসবে ৩৭ হাজার ১ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশের ৫০তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় বাজেট।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রী এবং এমপিরা উপস্থিত ছিলেন। বেশির সংসদ সদস্য মুখে মাস্ক পরে ছিলেন।