প্রবাসী আয়ে সরকারের স্বস্তি

  বাজেট অর্থবছর ২০২১-২২
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রবাসী আয়ে সরকারের স্বস্তি

প্রবাসী আয়ে সরকারের স্বস্তি

কোভিড-১৯ মহামারি কালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাজনিত কারণে রফতানি বাণিজ্য যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি, তখন প্রবাস আয়ের অভাবনীয় সাফল্য সরকারকে স্বস্তির মধ্যে রেখেছে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রবাস আয় এসেছে ২২.৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যেক্ষেত্রে প্রবৃদ্ধি ৪০.১ শতাংশ।

মূলত প্রধানমন্ত্রী ঘোষিত প্রবাসীদের পাঠানো টাকার ওপর ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখা এবং অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজীকরণ করার ফলে প্রবাসী আয়ের ক্ষেত্রে এ ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

সামগ্রিক বাস্তবতা এবং বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণকে উৎসাহিত করতে আগামী অর্থবছরে এ খাতে দুই শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন