জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫৫.৯৭ লাখ কোটি টাকা

  সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

২০২৪-২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫৫ দশমিক ৯৭ লাখ কোটি টাকা নির্ধারণ করেছে সরকার।

চলতি অর্থবছরে জিডিপির আকার মোট ৫০ দশমিক ৪৮ লাখ কোটি টাকায় উঠবে বলে প্রাথমিক হিসাবে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিজ্ঞাপন

চূড়ান্ত হওয়া আগামী বাজেটের লক্ষ্য অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলে এক বছরেই জিডিপিতে যোগ হবে ৫ দশমিক ৪৯ লাখ কোটি টাকা।

বাজারমূল্যে জিডিপির আকার প্রায় ১০ দশমিক ৮৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য নিরর্ধারণ করা হলেও স্থিরমূল্যে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে ৬ দশমিক ৭৫ শতাংশ।

বিজ্ঞাপন

বাজারমূল্যের প্রবৃদ্ধি থেকে ৬ দশমিক ৫ শতাংশ মূল্যস্ফীতি বাদ দিয়ে প্রকৃত প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরের বাজেটে ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা থাকলেও পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক হিসাবে সাময়িক প্রবৃদ্ধি ধরা হয়েছে ৫ দশমিক ৮২ শতাংশ। আর গত অর্থবছরে একই লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

২০১৮-১৯ অর্থবছর ছাড়া এত এক দশকে প্রবৃদ্ধির লক্ষ্য কোন বছরেই পূরণ হয়নি বলে জানিয়েছে বিবিএস।

নতুন অর্থবছরের প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে বেসরকারি বিনিয়োগের আকার জিডিপির ২৭ দশমিক ৩৪ শতাংশ বিনিযোগ নিশ্চিত করতে হবে। লক্ষ্য পূরণ করতে হলে ব্যক্তি বিনিযোগ চলতি অর্থবছরে জিডিপির ২৩ দশমিক ৫১ শতাংশ আরও ৩ দশমিক ৮৩ শতাংশীয় পয়েন্ট বাড়াতে হবে।