করোনাভাইরাস: ভুটানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

প্রথম করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়ায় পর শুক্রবার (৬ মার্চ) থেকে দুই সপ্তাহের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভুটান।

এর আগে সোমবার (২ মার্চ) ভারত হয়ে ভুটানে আসা ৭৯ বছর বয়সী এক আমেরিকান পর্যটকের শরীরে করোনাভাইরাস টেস্ট পজিটিভ আসে। 

বিজ্ঞাপন

এরপরই দেশটিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দুই সপ্তাহের জন্য বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা এবং আন্তর্জাতিক কনফারেন্স ও সেমিনার স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গত ২১ ফেব্রুয়ারি ভারতে প্রবেশ করা ওই রোগীকে রাজধানী থিম্পুর একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

হিমালয়ের ছোট্ট দেশ ভুটান বৈদেশিক মুদ্রার জন্য পর্যটনের উপর অনেকাংশে নির্ভরশীল। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার সব ধরনের পর্যটকদের উপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছে। কঠোর পর্যবেক্ষণ, সংক্রমণের উৎস মূল্যায়ন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।