লেবাননে প্রথম করোনা রোগীর মৃত্যু

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

লেবাননে করোনা আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যু হলো। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি মিশর থেকে দেশে ফেরেন।  

মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানায় গালফ নিউজ।

বিজ্ঞাপন

দেশটির সরকার চীনসহ বেশ কয়েকটি দেশে ফ্লাইট বন্ধ করেছে। এছাড়াও দেশটিতে সকল স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও জনগণকে দেশটিতে সমাবেশ এড়িয়ে যেতে বলা হয়েছে। লেবাননে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১-এ পৌঁছেছে।

বৈরুতের রফিক হারিরি জাতীয় হাসপাতাল সোমবার করোনায় আক্রান্ত নতুন ৯ রোগীর তথ্য জানায়। ১২২ জনকে পরীক্ষায় ৯ জনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার পর্যন্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০১৮। এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার। এদের মধ্যে অধিকাংশই চীনের মূল ভূখণ্ডের বাসিন্দা।