স্যানিটাইজার বনাম সাবান-পানি, কোনটা বেশি কার্যকর?

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাবান ও পানির চেয়ে হ্যান্ড স্যানিটাইজার বেশি কার্যকর নয়; বিশেষত যদি সঠিক পণ্যটি কেনা না হয় এবং তা ঠিকভাবে ব্যবহার করা না হয়।

সংযুক্ত আরব আমিরাতের চিকিৎসকরা একথা জানিয়ে জনগণকে স্যানিটাইজার কিনে মজুত করতে নিষেধ করেছেন।

বিজ্ঞাপন

দেশটির আরএকে হাসপাতালের প্যাথোলজি বিভাগের প্রধান সত্যম আমরুতলাল পারমার এবং দুবাইয়ের কিংস কলেজ হাসপাতাল লন্ডনের কনসালট্যান্ট মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট ওয়ায়েল ফারোগ বলেন, সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধোয়া করোনাভাইরাস প্রতিরোধে এবং এর বিস্তার ঠেকাতে অন্যতম কার্যকর উপায়। যুক্তরাষ্ট্রভিত্তিক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থাও এ কথা জানিয়েছে।

যদি সাবান ও পানি অপ্রতুল হয় তখনই কেবল স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন ওই দুই চিকিৎস।

বিজ্ঞাপন

স্যানিটাইজার অথবা ওয়েট ওয়াইপ করোনাভাইরাস থেকে রক্ষা করবে— এই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়ে চিকিৎসকরা বলেন, ৬০ শতাংশের কম অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার কোন কাজে দেবে না। ৭০ শতাংশ অ্যালকোহল এবং ওষুধের বিভিন্ন উপাদান যেমন ক্লোরহেক্সিডাইন এই ভাইরাসকে মারতে পারে। একইভাবে অ্যালকোহলবিহীন অ্যান্টিব্যাকটেরিয়াল স্কিন ওয়াইপ এই ভাইরাসের বিরুদ্ধে একেবারে অকার্যকর।

তাই সঠিক পণ্য ক্রয় নিশ্চিত করতে পণ্যের গায়ের লেবেল ভালোভাবে পরীক্ষা করে নিতে পরামর্শ দিয়েছেন চিকৎসকরা।