করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা ডব্লিউএইচও’র

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃৃহীত

ছবি: সংগৃৃহীত

করোনাভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ (প্যানডেমিক) ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

ডব্লিউএইচও বলছে, সারা বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজারেরও বেশি। বিশ্বের ১১৪ দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বলে জানিয়েছে বিবিসি।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল আধানম গ্যাব্রিয়েসাস বলেন, এটা শুধুমাত্র জনস্বাস্থ্য সঙ্কট নয়। প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। সকলকে এর বিরুদ্ধে লড়তে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত দুই সপ্তাহে চীনের বাইরে করোনাভাইরাস ১৩ গুণ বেশি ছড়িয়ে পড়েছে। এটি সত্যিই গভীর উদ্বেগের জন্ম দেয়।

যখন কোনো রোগ একই সময়ে ভিন্ন ভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তখন তাকে ‘বৈশ্বিক মহামারি’ (প্যানডেমিক) বলা হয়। ডব্লিউএইচও ডিরেক্টর জেনারেল প্রতিটি দেশের সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানান।