করোনা প্রতিষেধক তৈরিতে কানাডার গবেষকদের অগ্রগতি

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের (কভিড-১৯) প্রতিষেধক তৈরিতে একধাপ অগ্রগতি করেছে কানাডিয়ান গবেষকরা। তারা ভাইরাসটি পৃথক এবং একটি কপি তৈরিতে সক্ষম হয়েছে।

গবেষকরা জানান, পৃথক ভাইরাসটি চিকিৎসা বিকাশে সহায়তা করবে। এছাড়া কভিড-১৯ ভাইরাসটির জীবতত্ত্ব বুঝতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

কানাডার সানিব্রুক রিসার্চ ইন্সটিটিউট ও ওন্টারিওর দুটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভাইরাসটিকে পৃথক করতে সক্ষম হয়েছে।

এক বিবৃতিতে সানিব্রুকের গবেষক ড. সামিরা মুবারেকা বলেন, এই মহামারিটি সমাধানের জন্য আমাদের একটি মূল টুলস তৈরি করা প্রয়োজন। আমাদের তাত্ক্ষণিক প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদী সমাধানগুলো এই পৃথক ভাইরাসটি থেকেই পাওয়া যাবে।

বিজ্ঞাপন

মুবারেকা আরও বলেন, ভাইরাসটি পৃথক ও গবেষণার ফলে কানাডায় প্রাদুর্ভাবের আগেই মহামারিটির সম্ভাব্য সমাধানগুলো নিয়ে কাজ শুরু করা যাবে।

গবেষকরা করোনাভাইরাসের আক্রান্ত দুই কানাডিয়ান থেকে এই নমুনা সংগ্রহ করেন। এই নমুনা দিয়ে সপ্তাহব্যাপী গবেষণার পর তারা ভাইরাসটির একটি প্রতিলিপি তৈরিতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত কানাডায় ১৫৯ জন আক্রান্তকে শনাক্ত করা গেছে। এর মধ্যে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রীও অন্তর্ভুক্ত।