গ্রীস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে হ্যান্ডশেক নিষিদ্ধ

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্রীসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ৫ বছরের জন্য শপথ নিয়েছেন ক্যাটেরিনা সেকল্লারোপাউলো। গ্রীসে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে হ্যান্ডশেক করায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, করোনাভাইরাসের কারণে শপথগ্রহণ অনুষ্ঠান পেছানো হয়।  

বিজ্ঞাপন

৬৪ বছর বয়সী ক্যাটেরিনা সর্বোচ্চ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেটের সাবেক প্রেসিডেন্ট ছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গ্রীস সরকার সকল প্রকার গণজমায়েত, স্কুল ও থিয়েটার বন্ধ ঘোষণা করেছে। এজন্য অল্প কয়েকজন আইনপ্রণেতা ও কর্মকর্তার উপস্থিতিতে ক্যাটেরিনা শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞা অনুযায়ী অনুষ্ঠানের সবাই হ্যান্ডশেক করা থেকে বিরত ছিলেন। গত বৃহস্পতিবার পর্যন্ত গ্রীসে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ১১৭ এবং এতে একজনের মৃত্যু হয়েছে।

কনসারভেটিভ দলের প্রার্থী ক্যাটেরিনাকে তার বিরোধীদলগুলোও সমর্থন দেয়। যার মধ্যে গত জুলাইয়ের নির্বাচনে ক্ষমতা হারানো বামপন্থী নেতা সাইরিজাও ছিলেন। গ্রীসের ভঙ্গুর রাজনীতিতে বিরোধীদলগুলোর এমন সমর্থন নজিরবিহীন।