করোনা মহামারি: মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল
করোনা ভাইরাসবিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এর প্রাদুর্ভাব কমে গেলেও তা বাড়ছে অন্যান্য দেশগুলোতে।
শনিবার (১৪ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০০। এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ইতালিতে ২৫০ জন মারা গেছেন। ইরানে ৮৫ জন। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য মতে, করোনায় সারা বিশ্বে ৫ হাজার ৪০০ জন মারা গেছেন।
চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩১৮৯
গত ডিসেম্বরের ৩১ তারিখে ভাইরাসটি সর্বপ্রথম শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশ থেকে। বর্তমানে দেশটিতে ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা একদমই কমে গেছে। এ পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৮৯। মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪ জন।
যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি
করোনাভাইরাসের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট এ জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করছি। করোনাভাইরাস মোকাবিলায় সকল রাজ্যে জরুরি কেন্দ্র খোলা হবে।
মহামারির ‘মূলকেন্দ্র’ এখন ইউরোপ
ইউরোপ এখন বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির ‘কেন্দ্রস্থলে’ পরিণত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির প্রধান ডা. তেদ্রোস আধানম গেবিয়াসেস বলেন, ইউরোপ এখন কোভিড-১৯ এর মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন ছাড়া বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা রয়েছে এখানে।
করোনাভাইরাসে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ২৫০ জন মানুষ এ ভাইরাসে মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ জন। ইতালির পরেই কোভিড-১৯ এর ক্ষতিগ্রস্ত ইউরোপীয় দেশ স্পেন। গত শুক্রবারে মৃত্যু সংখ্যা বেড়ে দিগুণ হয়েছে। দেশটিতে ১৫০ জন মানুষ মারা গেছেন।
মৃতের সংখ্যা বৃদ্ধি হওয়ায় জরুরি অবস্থা জারি করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ।
ফ্রান্স জানিয়েছে, দেশটিতে ৭৯ জনের মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৭৬ জন।
ইতালিতে একদিনে মৃত্যু ২৫০
করোনাভাইরাসে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ২৫০ জন মানুষ এ ভাইরাসে মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬৬ জন। মোট আক্রান্তের ১৭ হাজার ৬৬০ জন।
দেশটিতে পর্যটন এলাকাগুলো একেবারে ফাঁকা। হোটেল, রেস্টুরেন্টসহ সব ব্যবসায় ধস নেমেছে।
ভারতে মৃতের সংখ্যা বেড়ে ২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের রাজধানী দিল্লিতে এক নারীর মৃত্যু হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে ভারতে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার ভারতের কর্নাটকে ৭৬ বছর বসয়ী এক বৃদ্ধ মারা যান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত করোনা ভাইরাসের ৮১ জন আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কেরেলা, মহারাষ্ট্র, এবং উত্তর প্রদেশে।
জনসমাবেশ নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য
করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সমাবেশে নিষেধাজ্ঞা আরোপের জন্য আগামী সপ্তাহে জরুরি আইন প্রণয়ণের পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য। সমাবেশ বন্ধ ও সংস্থাগুলিকে ক্ষতিপূরণ দেওয়ারসহ করোনোভাইরাস প্রতিরোধে সরকারের ক্ষমতা বাড়াতে এ জরুরি আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছে দেশ কর্তৃপক্ষ।
ফ্রান্সে নতুন করে ৮০০ আক্রান্ত
ফ্রান্সের আশঙ্কাজনক হারে কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফ্রান্সে করোনোভাইরাস আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার থেকে শুক্রবারে ৮০০ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৭৯ জনের মৃত্যুসহ আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৬১ জন।