করোনার পরীক্ষা করাবেন ট্রাম্প

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন কিনা তার জন্য দ্রুত পরীক্ষা করাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) রাতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি দ্রুতই কোভিড-১৯ রোগের পরীক্ষা করব। কিন্তু আমার করোনার কোনো লক্ষণ নেই।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বার বার সাংবাদিকরা প্রশ্ন করছেন ব্রাজিলের অধিকারি যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে আসার পরেও কেন ট্রাম্প পরীক্ষা করছেন না।

তবে ট্রাম্প প্রথমে প্রশ্নটি বন্ধ করতে বলেন ও জবাবে উত্তর দিয়ে বলেন, হোয়াইট হাউসের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, করোনার লক্ষণ আমার মাঝে নেই। আর আমরা চাই না যাদের কোনো লক্ষণ নেই তারা গিয়ে পরীক্ষা করুক।

বিজ্ঞাপন

কিন্তু পরক্ষণে ট্রাম্প বলেন, পরীক্ষা করবোনা এমনটি আমি বলিনি।

কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা পৃথিবী। পৃথিবীর অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর স্ত্রী, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাদেও অনেকেই রাজনৈতিক ব্যক্তিত্ব ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়েছেন।