করোনায় সমস্ত ফ্লাইট বাতিল করল সৌদি

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সমস্ত ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। শনিবার (১৪ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ।

এসপিএ তাদের প্রতিবেদনে জানায়, করোনার বিস্তার রোধে দুই সপ্তাহের জন্য সমস্ত ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। আর রোববার থেকে এ আদেশ কার্যকর হবে।

বিজ্ঞাপন

ওই সরকারি কর্মকর্তার বরাতে এসপিএ জানায়, নিষেধাজ্ঞার সময়টা দেশটির নাগরিকদের জন্য ছুটির মত থাকবে। এছাড়া ফ্লাইট বাতিলের কারণে যেসব সৌদি নাগরিক দেশে ফিরতে পারবে না তারা দেশে ফিরলে কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) থাকতে হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত ৮৬ জনকে শনাক্ত করা গেছে। তবে দেশটিতে এখনো কেউ মারা যায়নি।

বিজ্ঞাপন