লন্ডনে নবজাতকের শরীরে মিলল করোনাভাইরাস

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের একটি নবজাতকের শরীরে করোনাভাইরাসের টেস্টে পজিটিভ ফল পাওয়া গিয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সম্ভবত উক্ত নবজাতকই দেশটির সবচেয়ে ছোট করোনাভাইরাসে আক্রান্ত রোগী।

দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে জানানো হচ্ছে, শিশুটির মাকে সন্তান জন্মদানের আগে নিউমোনিয়া সন্দেহে নর্থ লন্ডন হসপিটালে নেওয়া হয়েছিল, এবং তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

বিজ্ঞাপন

এনআইএইচ ইন্ট্রামুরাল রিসার্চ প্রোগ্রাম নিশ্চিত করেছে মা ও শিশু দুইজনের করোনাভাইরাস পরীক্ষায় পজেটিভ এসেছে এবং তাদের সেবাদানকারী কর্মকর্তাদেরও তাদের সেবাদানের সময় সেলফ-আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে, শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন সময়ে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে নাকি জন্মগ্রহণের সময়ে।

বিজ্ঞাপন

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, আক্রান্ত নবজাতককে এখনও একই হসপিটালে সেবা দেওয়া হলেও শিশুর মাকে স্পেশাল ইনফেকশাস হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে।