করোনাভাইরাস টেস্ট করিয়েছেন ট্রাম্প

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

নিজের শরীরে নভেল করোনাভাইরাস সংক্রমণ আছে কিনা তা পরীক্ষা করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প।

শনিবার (১৪ মার্চ) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা জানান।

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, শুক্রবার (১৩ মার্চ) তিনি করোনাভাইরাস পরীক্ষা করিয়েছেন। তবে এর ফলাফল এখনও জানেন না তিনি। দুই-একদিন সময় লাগতে পারে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, আমি আমার শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়েছি। তাপমাত্রা স্বাভাবিক আছে। 

বিজ্ঞাপন

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ফ্লোরিডার রিসোর্টে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। ওই সফরে প্রতিনিধি দলে থাকা ব্রাজিল প্রেসিডেন্টের প্রেস সচিব ফাবিও ওয়ানগারটেন করোনায় আক্রান্ত হন। এরপর থেকে ট্রাম্পকে আইসোলেশনে যাওয়ার জন্য চাপ আসে। তবে ট্রাম্প আইসোলেশনে যেতে নারাজ ছিলেন। পরে এরপরেই তিনি করোনা টেস্ট করার উদ্যোগ নেন।  

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪৯টি রাজ্যে ২ হাজার ৪৩০ জন করোনায় আক্রান্ত। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন।