ইতালিতে ২৪ ঘণ্টায় আরও ১৭৫ জনের মৃত্যু

  করোনা ভাইরাস
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইতালির ব্রেসিয়ায় অস্থায়ী তাবুতে করোনা রোগীদের চিকিৎসা চলছে/ছবি: বার্তা২৪.কম

ইতালির ব্রেসিয়ায় অস্থায়ী তাবুতে করোনা রোগীদের চিকিৎসা চলছে/ছবি: বার্তা২৪.কম

করোনা ভাইরাসে ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১ জনে।

শনিবার (১৪ মার্চ) পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৯৫ জন আক্রান্ত হয়েছেন। খবর সিএনএন

বিজ্ঞাপন

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে করোনাভাইরাস আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে বলে সর্তক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  করোনাভাইরাসের মহামারির কেন্দ্রস্থল হচ্ছে এখন ইউরোপ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের প্রায় ১৪৫টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত এক লাখ ৪৫ হাজার ৮২৫ জন। প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৪৩৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭২ হাজার ৫৫০ জন।

বিজ্ঞাপন