৬ জুলাই খুলে দেওয়া হবে ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম
করোনা ভাইরাসফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ লকডাউন শিথিল করার নতুন পদক্ষেপ ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসেবে ৬ জুলাই থেকে ল্যুভর মিউজিয়াম খুলে দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, মিউজিয়াম ভবনে অবস্থানকালীন দর্শনার্থীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে বুকিং সিস্টেম চালু করা হবে।
ফ্রান্সের সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হওয়া ল্যুভর মিউজিয়ামের পরিচালক জাঁ-লুক মার্তিনেজ বলেন, যদিও লকডাউনে ভার্চুয়ালি এই মিউজিয়ামের রত্নভাণ্ডার দেখার সুযোগ ছিল। তবে একটি শিল্পকর্মের সামনে সশরীরে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করার মধ্যে যে আবেগ রয়েছে তার কোন বিকল্প নেই।
১২ মার্চ থেকে ২২ মের মধ্যে ১০ দশমিক ৫ মিলিয়ন দর্শনার্থী ল্যুভর মিউজিয়ামের ওয়েবসাইটে প্রবেশ করেছে। ২০১৯ এর পুরো বছর মিলিয়ে অনলাইনে দর্শনার্থীর সংখ্যা ছিল ১৪ দশমিক ১ মিলিয়ন।
মিউজিয়াম কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মিউজিয়ামের সামনের তুইলেরিজ বাগান রোববার (৩১ মে) থেকে খুলে দেওয়া হবে। তবে একসাথে ১০ জনের বেশি দর্শনার্থীর জমায়েত নিষিদ্ধ রাখা হয়েছে।
মিউজিয়াম এবং এর সামনের বাগান দুটোই ১৩ মার্চ বন্ধ করে দেওয়া হয়।