বছর শেষে প্রস্তুত হতে পারে চীনের ভ্যাকসিন
করোনা ভাইরাসচলতি বছরের শেষ দিকে চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে আসতে পারে।
শুক্রবার (২৯ মে) চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কথা জানিয়েছে।
উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এবং বেইজিং ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টসের যৌথ প্রচেষ্টায় তৈরি এই ভ্যাকসিন ২০০০ জন মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের পোস্টে বলা হয়েছে, এ বছরের শেষ দিকে অথবা ২০২১ এর শুরুতে বাজারে আসার জন্য ভ্যাকসিনটি প্রস্তুত হয়ে যাবে। বর্তমানে ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষা চলছে।
উহান ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস ও বেইজিং ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস উভয় প্রতিষ্ঠানই রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী গ্রুপ সিনোফার্মের সাথে সংশ্লিষ্ট। অ্যাসেটস সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশন দুই গ্রুপেরেই ব্যবস্থাপনা পরিচালনা করে।
বেইজিং ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস এর বার্ষিক ১০০ মিলিয়ন থেকে ১২০ মিলিয়ন ভ্যাকসিন প্রস্তুতের সক্ষমতা রয়েছে।
এখন পর্যন্ত চীন মানুষের ওপর ৫টি করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে।