ধাপে ধাপে লকডাউন তুলছে ভারত
করোনা ভাইরাসভারতে ধাপে ধাপে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে আগামী ৩০ জুন পর্যন্ত কনটেনমেন্ট জোনে লকডাউন অব্যাহত থাকবে।
আগামী ৮ জুন থেকে রেস্টুরেন্ট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে—
আগামী ১ জুন থেকে দেশটিতে চলমান রাতের কার্ফু কমছে। সন্ধে ৭টার বদলে কার্ফু শুরু হবে রাত ৯টায়, চলবে ভোর ৫টা পর্যন্ত।
প্রথম ধাপে কনটেনমেন্ট জোনের বাইরে ৮ জুন থেকে খোলা যাবে ধর্মীয় স্থান, বেসরকারি অফিস, হোটেল-রেস্তরাঁ ও শপিংমল। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কঠোরভাবে।
দ্বিতীয় ধাপে খোলা যাবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার। শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকারকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। জুলাই মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে।
তবে সারা ভারতজুড়েই মেট্রোরেল, আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান, সিনেমা হল, বিনোদন পার্ক, থিয়েটার হল, বার, জিম, সুইমিং পুলসহ সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, সাংস্কৃতিক ও ধর্মীয় সমস্ত ধরনের বড় অনুষ্ঠান ও জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে।