ঝলসানো লেবু পানি

  • কন্ট্রিবিউটিং এডিটর, লাইফস্টাইল
  • |
  • Font increase
  • Font Decrease

যা যা লাগবে:

লেবু ৮টি

বিজ্ঞাপন

মাল্টা ৮টি

সাজানোর জন্য লেবু ও মাল্টার স্লাইস কয়েক টুকরা

বিজ্ঞাপন

চিনি ১/২ কাপ

পানি ৪ কাপ

বিট লবন সামান্য

আইচ কিউব পরিমাণ মতো

যেভাবে তৈরি করবেন:

/uploads/files/iNF5plAwlLexGT3QIP12mL9eXAQAFJ0cnSI6sh2X.jpeg

লেবু এবং মাল্টা গুলো অর্ধেক করে কেটে, কাটা অংশে চিনি মাখিয়ে নিন।

/uploads/files/Y2lYqPrMPQwzEHB1UzfZGaAFKkjTuzZKlYi94DSR.jpeg

এবার ইলেকট্রিক গ্রিল মেশিনে কাটা লেবু এবং মাল্টাগুলো ঝলসে নিন। প্রতিপাশ ঝলসাতে ৩০ সেকেন্ড করে মোট সময় লাগবে ৬০ সেকেন্ড। পানি ও চিনি মিশিয়ে শিরা তৈরি করে রাখুন।

/uploads/files/QPa9777RtuUkerUhRWwFKSdCpjdu7ZZTQI4Pa1Px.jpeg

একটি পাত্রে সবগুলো লেবু ও মাল্টা থেকে রস নিংড়ে তাতে চিনির শিরা ও স্বাদ বাড়াতে সামান্য বিট লবন মিশিয়ে নিন। তবে যারা পছন্দ করেন না তারা বিট লবন নাও দিতে পারেন, তার পরিবর্তে সামান্য লবন মিশিয়ে নিন।

/uploads/files/bXi2MsqXhSu3WhbyAVua5hyiJhJZtXz9EsdlpFFf.jpeg

গ্লাসে আইস কিউব দিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দিন। পরিবেশনের পূর্বে ঝলসানো স্লাইস লেবু ও মাল্টা অর্ধেক করে কেটে প্রতি গ্লাসে গেঁথে দিন।

ব্যস, তৈরি হয়ে গেলো নতুন স্বাদের ঝলসানো লেবু পানি।