করোনাকালেও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ৭.২ শতাংশ
বাজেট অর্থবছর ২০২১-২২করোনা মহামারির মধ্যেও ২০২১-২২ অর্থবছরের বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। এটি টাকার অঙ্কে ৩৪ লাখ ৭৩ হাজার ৯১১ কোটি টাকা।
বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
এই বাজেট বাস্তবায়ন করতে গেলে তাকে করোনা পরিস্থিতিতেও রাজস্ব আদায় বাড়ানোর চ্যালেঞ্জ সামলাতে হবে, নির্ভর করতে হবে ঋণের ওপর।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কোভিড পরবর্তী উত্তরণের বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশে নির্ধারণ করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, মধ্যমেয়াদে আমাদের প্রবৃদ্ধির প্রধান উৎস হলো শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা। অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধিতে ভোগ ও বিনিয়োগ এবং বহিঃস্থ চাহিদা বৃদ্ধিতে রফতানি হবে আমাদের মনোযোগের ক্ষেত্র। প্রবাস আয়ের প্রবৃদ্ধি মধ্য মেয়াদেও অব্যাহত থাকবে। সরকারি বিনিয়োগের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী গত অর্থবছরের (২০১৯-২০) বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৮ দশমিক ২ শতাংশ। কিন্তু পরবর্তী সময়ে করোনা মহামারির কারণে সেই লক্ষ্য হতে সরে আসে সরকার। তখন লক্ষ্য পুনঃনির্ধারণ করা হয় ৫ দশমিক ২ শতাংশ। বিবিএসের প্রাথমিক হিসাবে ওই অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।