রংপুর বিভাগে মৃত্যু এক হাজার ছাড়াল

  বাংলাদেশে করোনাভাইরাস
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪ জনে পৌঁছেছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ হাজার ৫১৯ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের চারজন, রংপুরের তিনজন ও ঠাকুরগাঁওয়ের একজন রয়েছেন। এ নিয়ে চলতি মাসের ৬ দিনে বিভাগে ৮৪ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

একই সময়ে বিভাগে ২ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ১৩৮ জন, রংপুরের ১১৯ জন, কুড়িগ্রামের ৭২ জন, ঠাকুরগাঁওয়ের ৬৪ জন, পঞ্চগড়ের ৪৮ জন, গাইবান্ধার ৪০ জন, নীলফামারীর ৩১ জন ও লালমনিরহাটের ১৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ২৪ দশমিক ৭৮ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে করোনায় মারা যাওয়া ১ হাজার ৪ জনের মধ্যে দিনাজপুরে ২৮৬ জন, রংপুরে ২২৬ জন, ঠাকুরগাঁওয়ে ১৯৪, নীলফামারীতে ৭১, পঞ্চগড়ে ৬৩, লালমনিরহাটে ৫৭, কুড়িগ্রামে ৫৬ ও গাইবান্ধায় ৫১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৪ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত শনাক্ত ৪৭ হাজার ৫১৯ জনের মধ্যে দিনাজপুুরে ১৩ হাজার ১৯০ জন, রংপুরে ১০ হাজার ৬২৯ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৪৪০ জন, গাইবান্ধায় ৪ হাজার ৭৫ জন, নীলফামারীর ৩ হাজার ৮৭৮ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৯২০ জন, লালমনিরহাটের ২ হাজার ৩৬৭ জন এবং পঞ্চগড়ের ৩ হাজার ২০ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২৬ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।