বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

বিএম ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরও কিছু দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) দুপুর আড়াই টার দিকে ডিপোর একটি পিলারের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের সময় শেডের নিচে চাপা পড়া অবস্থায় একটি দেহাবশেষ অর্থাৎ পায়ের দিকের কিছু হাড়গোড় উদ্ধার করি। এটিকে একটি মরদেহ হিসাবে কাউন্ট করেছি। সে হিসাবে বর্তমান মৃতের সংখ্যা ৪৯ জনে দাঁড়ালো।

হাড়গুলো সুরতহাল প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

গত ৪ জুন চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তকারীরা জানিয়েছেন, কইটেইনার ডিপোতে হাইড্রোজেন-পার-অক্সাইড রাখা অন্তত ২৭টি কনটেইনার ছিল। ফলে, ভয়াবহ বিস্ফোরণে ১০ জন অগ্নিনির্বাপক কর্মীসহ ৪৮ জন নিহত হন। এ পর্যন্ত ২৯ জনের মরদেহের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।