সীতাকুণ্ডের কেমিক্যাল আগুন নেভাতে ‘হাজমত টেন্ডার’!

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ৩৭ ঘণ্টা পার হলেও এখনও জ্বলছে সীতাকুণ্ডের বিএম ডিপোর কেমিক্যাল আগুন, থামার কোন নাম গন্ধ নেই। তবে ফায়ার সার্ভিসকে আশার আলো দেখাচ্ছে ঢাকা থেকে আনা হাজমত টেন্ডার (গাড়ি)। যা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন বলেন, কন্টেইনাগুলো সরানোর জন্য হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট এনেছে ডিপো কর্তৃপক্ষ। ৬টি টিম রেডি করেছি। ৮ থেকে ১০টি কন্টেইনারে আগুন আছে। আলাদা করে আগুন নেবানো হবে। কেমিক্যাল আগুন নেভাতে ঢাকা থেকে ২টি হাজমত টেন্ডারসহ (গাড়ি) ২০ জনের টিম এসেছি।

তিনি আরও বলেন, ডিপোতে হাইড্রেন্ট সিস্টেম ছিল না। পানির লাইন থাকলে, প্রশিক্ষণপ্রাপ্ত জনবল থাকল ৷ তারাই নিভিয়ে ফেলতে পারত। এত বড় ডিপোতে হাইড্রেন্ট সিস্টেম থাকা উচিত। শুনেছি তাদের ফায়ার সনদ নেই।

ফায়ার সার্ভিস জানিয়েছে, জ্বলন্ত কন্টেইনাগুলোর পাশে একটি কন্টেইনারে রাসায়নিক থাকতে পারে। এ কারণে সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা। তাদের মূল লক্ষ্য এখন রাসায়নিক কন্টেইনাটি নিয়ন্ত্রণে আনা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। ১২টি বিশেষ গাড়ির সাহায্যে জ্বলন্ত কনটেইনারগুলোতে নিরবচ্ছিন্ন পানি ছিটানোর কাজ চলছে। কোনো গাড়ির পানি শেষ হলে সেখানে নতুন গাড়ি পাঠানো হচ্ছে। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আর আগুন নেভানোর পুরো কাজের নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।

   

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাজিবপুর ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫৫)। অপরজন হলেন- পৌর শহরের দত্তপাড়া এলাকার দুলাল গৌরের স্ত্রী জনতী গৌর (৬০)।

ইশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে বালুবোঝাই একটি ট্রাক ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন অফিসের সাসনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নারী ও পুরুষকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জনতী গৌরের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আব্দুস সাত্তার। পরে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাজেদুর রহমান বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব

আচরণবিধি লঙ্ঘন করায় সাকিবকে তলব

  • Font increase
  • Font Decrease

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় মাগুরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

নির্বাচনী এলাকা-৯১ ও মাগুরা-১ আসনের নির্বাচনী অনুসদ্ধানীর কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই তলব আদেশ দিয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) অনসুন্ধান কমিটির কাছে সশরীরে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

আদেশে বলা হয়েছে, ‘আপনি জনাব সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসিবে ঘোষণার পর গত ২৯/১১/১৫ ইং তারিখ বুধবার ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। যা বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আপনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।’

তলবকৃত চিঠিতে আরও বলা হয়েছে, ‘উক্ত আইন ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তদমর্মে নিম্ন স্বাক্ষরকারী (সত্যব্রত শিকদার, নির্বাচনী অনুসদ্ধান কমিটি, নির্বাচনী এলাকা-৯১, মাগুরা-১ এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালত, মাগুরা) দপ্তরে আগামী ৩১/১২/২০২৩ ইং তারিখ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকার সময় স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

উল্লেখ্য, বুধবার প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব। মাগুরায় পৌঁছে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে। তবে দুপুরে জেলার দলীয় কার্যালয়ে সবাইকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ছিলেন তিনি নিজে।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

যাত্রী সংকটে সায়দাবাদ থেকে ছাড়ছে না বাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে সপ্তম দফায় দলটির অবরোধ শেষে চলছে আজ সকাল-সন্ধার হরতাল। আর এই হরতালেও বেঁচে থাকার তাগিদে বাস চালাতে খুলেছে বাসের টিকেট কাউন্টারগুলো। তবে কাউন্টার খুললেও যাত্রী না থাকায় অলস বসে আছে কাউন্টার ম্যানেজারসহ পরিবহণ শ্রমিকরা। দূরপাল্লার বাস ছাড়ার ইচ্ছা থাকলেও উপায় খুঁজে পাচ্ছে না তারা। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের গিয়ে দেখা গেছে এমন চিত্র। কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাসগুলো, ছাড়ার সকল প্রস্তুতি শেষে যাত্রীর অপেক্ষা করছে চালক ও সহকারিরা ৷

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা শহরের প্রধান কয়েকটি আন্তঃজেলা বাস টার্মিনালের অন্যতম সায়েদাবাদ বাস টার্মিনাল। প্রায় ১০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই টার্মিনালটিতে প্রতিদিন প্রায় ২ হাজারের বেশি বাসের চলাচল ঘটে।


এছাড়া সায়েদাবাদ বাস টার্মিনালে প্রায় ১৯০০ টি বাস রাখার ব্যবস্থা রয়েছে। গড়ে টার্মিনালটি ঘিরে প্রতিদিন ৬০ লাখের বেশি টাকার ব্যবসা করে বাসমালিক-শ্রমিকরা। তবে হরতাল অবরোধে এই বাসগুলোর চাকা ঘুরছে না। আসা যাওয়া নেই দূর পাল্লার বাসগুলোরও। ফলে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনছে সেখানকার পরিবহণ সংশ্লিষ্টরা।

এদিকে আয় না থাকায় দুর্বিষহ জীবন পার করছে বাসের চালক ও হেল্পাররা। তারা বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আর আয় না থাকার চাপে দেয়ালে ঠেকেছে পিঠ। তাদের কাছে বেচে থাকাই এখন দুঃসাহসিকতা।

সাকুরা বাসের হেল্পার মো. আশরাফুল বলেন, 'বাড়ি থাইকা কল দিতাছে টাকা দিতে হইব। আপনে কন কই পামু, নিজেই এইখানে বাকি খাইতাছি। গাড়ি না চললে টাকা দিমু কেমনে। আমাগো তো আর ব্যাংকে টাকা নাই যে তুইলা খামু। বাচা মরা অবস্থা। কবে শ্যাষ হইব এই হরতাল আল্লাহ জানে।' 

বরিশাল এক্সপ্রেসের বাস চালক হামিদুর রহমান বলেন, 'গত রাতে বাস লাগায় রাখছি কাউন্টারে যাত্রী নাই ৷ শুক্রবার ছুটির দিন ভাবছিলাম আজ যাত্রী হবে, কিন্তু মানুষ তো ভয়ে বের হচ্ছে না।' 

এদিকে সকাল সন্ধার এই হরতাল পালনে জীবনবাজি রাখার আহ্ববান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বুধবার (২৯ নভেম্বর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান করেন তিনি।

এ থেকে আজ সারা দিন নাশকতা বাড়তে পারে বলে ধারণা করছে সকলে। তবে যেকোন বিশৃঙ্খলা এড়াতে সজাগ আছে আইন-শৃঙ্খলা বাহিনী। শহরের মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ বিজিবি ও র‍্যাবের সদস্যরা।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

নির্বাচন নিয়ে নিরাপত্তার কোন হুমকি নেই: আইজিপি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিরাপত্তার কোন হুমকি নেই। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্দেশ দিয়েছেন সিইসি, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনাদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এই কথা বলেন।

সাংবাদিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭ জানুয়ারি ভোট নিয়ে থ্রেড নাই।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;