সীতাকুণ্ডের কেমিক্যাল আগুন নেভাতে ‘হাজমত টেন্ডার’!

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ৩৭ ঘণ্টা পার হলেও এখনও জ্বলছে সীতাকুণ্ডের বিএম ডিপোর কেমিক্যাল আগুন, থামার কোন নাম গন্ধ নেই। তবে ফায়ার সার্ভিসকে আশার আলো দেখাচ্ছে ঢাকা থেকে আনা হাজমত টেন্ডার (গাড়ি)। যা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মনির হোসেন বলেন, কন্টেইনাগুলো সরানোর জন্য হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট এনেছে ডিপো কর্তৃপক্ষ। ৬টি টিম রেডি করেছি। ৮ থেকে ১০টি কন্টেইনারে আগুন আছে। আলাদা করে আগুন নেবানো হবে। কেমিক্যাল আগুন নেভাতে ঢাকা থেকে ২টি হাজমত টেন্ডারসহ (গাড়ি) ২০ জনের টিম এসেছি।

তিনি আরও বলেন, ডিপোতে হাইড্রেন্ট সিস্টেম ছিল না। পানির লাইন থাকলে, প্রশিক্ষণপ্রাপ্ত জনবল থাকল ৷ তারাই নিভিয়ে ফেলতে পারত। এত বড় ডিপোতে হাইড্রেন্ট সিস্টেম থাকা উচিত। শুনেছি তাদের ফায়ার সনদ নেই।

ফায়ার সার্ভিস জানিয়েছে, জ্বলন্ত কন্টেইনাগুলোর পাশে একটি কন্টেইনারে রাসায়নিক থাকতে পারে। এ কারণে সতর্কতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা। তাদের মূল লক্ষ্য এখন রাসায়নিক কন্টেইনাটি নিয়ন্ত্রণে আনা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। ১২টি বিশেষ গাড়ির সাহায্যে জ্বলন্ত কনটেইনারগুলোতে নিরবচ্ছিন্ন পানি ছিটানোর কাজ চলছে। কোনো গাড়ির পানি শেষ হলে সেখানে নতুন গাড়ি পাঠানো হচ্ছে। এছাড়া নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও কুমিল্লাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আর আগুন নেভানোর পুরো কাজের নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

মন্ত্রিসভায় নতুন বাজেট প্রস্তাব অনুমোদন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়।

এরপর বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের বাজেট বক্তব্যের শিরোনাম ‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে।

আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এই বাজেটে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩ তম ও বাংলাদেশের ৫২ তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

এদিকে, ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

দেশে দেশে বাজেট ব্রিফকেস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বের প্রায় সব দেশের অর্থমন্ত্রীরা বাজেট অধিবেশনে ব্রিফকেস হাতে সংসদে ঢোকেন। যুগ যুগ ধরে এই ধারা চলে আসছে বাংলাদেশেও।

জানা গেছে, ফরাসি শব্দ ‘বুগেট’ থেকে এসেছে বাজেট শব্দটি। যার অর্থ চামড়ার ব্যাগ। এর ফলে প্রত্যেক অর্থমন্ত্রীকে বাজেট অধিবেশনে চামড়ার ব্যাগ হাতে দেখা যায়। ১৮ শতকে থলেতে ভরে দেশের আয়-ব্যয়ের হিসাব সংসদে আনা হতো বলে একে ‘বাজেট’ নামে অভিহিত করা হয়।

১৮৬০ সালে ব্রিটিশ বাজেটপ্রধান উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন বাজেটসংক্রান্ত নথিপত্র বহনের জন্য সোনা দিয়ে খোদাই করা রানির মনোগ্রামসহ একটি লাল রঙের স্যুটকেস ব্যবহার করতেন। ওই একই ব্যাগ বহু সরকারের আমলেই ব্যবহার করা হয়। তবে ব্রিফকেসের রং সবসময় একরকম থাকেনি, পরিবর্তন হয়েছে। কখনও কালো, কখনও লাল, আবার কখনও খাকি রঙের ব্রিফকেসে বাজেটের নথিপত্র বহন করতে দেখা গেছে বিভিন্ন দেশের অর্থমন্ত্রীকে। কিন্তু রং যা-ই হোক না কেন, এই ব্রিফকেসকেই ধরা হয় বাজেটের প্রতীক।

তবে ২০২১ সালে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্রিফকেসের প্রথা ভেঙে লাল মোড়কে মোড়ানো ট্যাবলেট নিয়ে সংসদে প্রবেশ করেন। সেই ট্যাবলেট দেখেই সংসদে বাজেট বক্তৃতা পাঠ করেন তিনি।

এদিকে বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট এটি। এর আগের বাজেটগুলোতে লাল ব্রিফকেস হাতে সংসদে ঢুকতে দেখা গিয়েছিল তাকে।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে সামিয়া আক্তার রুপা (১০) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (১ জুন) দুপুরে পৌরশহরে ইটেরপুল এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

সামিয়া সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সোহেলর মেয়ে ও কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার দালাল বাজার নিজ বাড়ির অটোরিকশা যোগে বাসটার্মিনাল আসার পথে ইটেরপুল এলাকায় সড়কে অসাবধানতাবশত: গলায় থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে নিচে পড়ে যায়। ওই ছাত্রীটির সঙ্গে থাকা তার আত্বীয়স্বজনরা চিৎকার করলে চালক অটোরিকশা থামিয়ে দেন। পরে অচেতন অবস্থায় ওই ছাত্রীটিকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ছাত্রীকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন জানান, অটোরিকশার মোটরের সঙ্গে অসাবধানতাবশত: ওই ছাত্রীটির গলার ওড়না পেঁচিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থানেওয়া হচ্ছে। মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

সদর থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান, আলামত সংগ্রহ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অটোরিক্সা চালককে আটক করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) জানান, গলায় ফাঁস লেগে ছাত্রীটির মৃত্যু হয়েছে। হাসপাতালে আনলে তাকে মৃত পাওয়া যায়।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;

ঠাকুরগাঁও‌য়ে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ন্যায়কুঞ্জ উ‌দ্বোধন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও‌য়ে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ন্যায়কুঞ্জ উ‌দ্বোধন

ঠাকুরগাঁও‌য়ে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে ন্যায়কুঞ্জ উ‌দ্বোধন

  • Font increase
  • Font Decrease

ঠাকুরগাঁও‌য়ে বিচার প্রার্থী‌দের দু‌র্ভোগ লাগ‌বে ন্যায়কুঞ্জের উদ্বোধন করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।

বৃহস্প‌তিবার (১ জুন) সকা‌লে ঠাকুরগাঁও জেলা ও দায়রাজজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ ভিত্তিপ্রস্তর স্থাপন ক‌রেন তি‌নি।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক মো.মামুনুর র‌শিদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপ‌ার মোছা. লিজা বেগম, জেলা আইনজীবী স‌মি‌তির সভাপ‌তি অ‌্যাড‌ভো‌কেট আবদুল হালিম প্রমুখ।

এসময় সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবা‌বে বিচারপ‌তি নজরুল ইসলাম তালুকদার ব‌লেন, বিচারপ্রার্থীরা আদাল‌তে বিচার চাই‌তে এ‌সে কোন ধর‌নের সমস‌্যা যা‌তে না হয় সেজন‌্য সারা‌দে‌শে প্রধান বিচারপতির নির্দেশে ন‌্যায়কুঞ্জ বা বিশ্রামাগার নি‌র্মিত হ‌চ্ছে।

তিনি আরও ব‌লেন, এ বিশ্রামাগারে সু‌পেয় পা‌নি ও নাস্তার ব‌্যবস্থা থাক‌বে। যা বিচার প্রার্থীরা কি‌নে নি‌য়ে খে‌তে পার‌বেন। প‌রে বিচারপ‌তি নিজ বা‌ড়ি হরিপুর উপজেলার তালুকদারপাড়া গ্রামে উ‌দ্দে‌শ্যে রওয়ানা হন।

  সীতাকুণ্ডে ডিপোতে আগুন

;