সাদেক হোসেন খোকা আর নেই
সাদেক হোসেন খোকা আর নেইঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
বার্তাটোয়েন্টিফোর.কম’কে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান।
তিনি জানান, কিডনির ক্যানসারে আক্রান্ত ছিলেন সাদেক হোসেন খোকা। বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৫০মিনিট নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে ছেলে ইশরাক হোসেন এক ফেসবুক পোস্টে জানান, আমার বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা নিউ ইয়র্ক টাইম রাত ২টা ৫০ মিনিট এবং বাংলাদেশ টাইম দুপুর ১টা ৫০মিনিটে ইন্তেকাল করেছেন। পরবর্তী তথ্য পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
তার পারিবারিক সূত্রে জানা যায়, খোকার জীবনের শেষ ইচ্ছা ছিল অন্তিম সময়ে দেশে থাকার। তবে পাসপোর্ট না থাকায় দেশে ফেরত আনা সম্ভব হয়নি।
ক্যানসার চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক যান খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে ছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রে থাকাকালে সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেশে কয়েকটি দুর্নীতির মামলা হয়। রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিংয়ের ইজারা দুর্নীতির মামলায় খোকাসহ ৪ জনের ১০ বছর বিনাশ্রম কারাদণ্ড হয়। গত বছরের ২৮ নভেম্বর ঢাকা বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
বিএনপি প্রভাবশালী এ নেতা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। সাদেক হোসেন খোকা ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তাঁর দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তাঁর দল সরকার গঠন করলে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। তিনি সরাসরি নির্বাচনে জয় লাভের মাধ্যমে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।