খোকার সম্মানে ডিএনসিসিতেও ছুটি ঘোষণা
সাদেক হোসেন খোকা আর নেইঅবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তাঁর প্রতি সম্মান প্রদর্শন করে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।
সে হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৭ নভেম্বর) পূর্ণ দিবস অফিস ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০১৯ তারিখে ক্যান্সার আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকা।