খোকার দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়
সাদেক হোসেন খোকা আর নেইবিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা নামাজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় সাবেক এই সংসদ সদস্যের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
সেখানে তার রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষের জন্য কিছুক্ষণ রাখা হবে। সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা নামাজ শেষে হয়তো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হতে পারে তার মরদেহ।
এর আগে সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৫০মিনিট নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাদেক হোসেন খোকা।