সাদেক হোসেন খোকার মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক
সাদেক হোসেন খোকা আর নেইবিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি।
সোমবার (৪ নভেম্বর) এক শোক বার্তায় তিনি সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জিএম কাদের বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে সাদেক হোসেন খোকার অবদান অক্ষয় হয়ে থাকবে। একজন জনপ্রতিনিধি হিসেবেও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।
সাদেক হোসেন খোকার মৃত্যুতে পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।