সাদেক হোসেন খোকার মৃত্যুতে ঐক্যফ্রন্টের শোক
সাদেক হোসেন খোকা আর নেইবীর মুক্তিযোদ্ধা ও সাবেক ঢাকা সিটি করপোরেশন মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফর উল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা. নুরুল আমীন বেপারী ও আ স ম আবদুর রব সহ ফ্রন্টের নেতারা শোক প্রকাশ করেন।
সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এ শোক জানানো হয়।
ফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দরা মনে করেন, একাত্তরের রণাঙ্গনে গেরিলা যুদ্ধে অসাধারণ সাহসী ভূমিকার জন্য সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন ও থাকবেন। জীবনের শেষ সময়ে মিডনাইট ভোট ডাকাত অগণতান্ত্রিক সরকার তাকে মাতৃভূমিতে আসার সুযোগ থেকে বঞ্চিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশবাসীকে যারপরনাই ব্যথিত করেছে। এর দায় বর্তমান কথিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ সাদেক হোসেন খোকার রুহের মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের স্থানীয় একটি হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মৃত্যুবরণ করেন।