ছবিতে আওয়ামী লীগের সম্মেলন
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০১৯

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন/ ছবি: সুমন শেখ
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এখন সাজ সাজ রব। বিভিন্ন সাজে সজ্জিত হয়ে নেতাকর্মীরা তাদের প্রাণের দলের সম্মেলনে উপস্থিত হচ্ছেন। অনেকে কেন্দ্রীয় নেতাদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে দলবদ্ধভাবে সম্মেলনে উপস্থিত হচ্ছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সম্মেলনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভেন্যুতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।