টোকন ঠাকুরের কবিতার ভাষায় একধরনের প্রবাহমানতা আছে, সবকিছুই সেখানে সহজ-সাবলীল কিন্তু গভীর অর্থ আর অনর্থের দ্যোতনায় বাঁধা পড়ে। ফলে তাঁর কবিতা পাঠককে অধিকার করে অতর্কিতে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নতুন দুটি কবিতার বই ‘কাপ্তেন, গভীর সমুদ্রে চলো’ এবং ‘বুদ্বুদ পর্যায়ের কবিতা’। বার্তা২৪.কমের বিশেষ আয়োজন বইপ্রহরে কথা বলেছেন প্রকাশিত নতুন কবিতার বই এবং আরো বিভিন্ন বিষয়ে।