তাঁর কথাসাহিত্যে বৈশ্বিক এবং স্থানীয় রাজনীতির বোঝাপড়ার সাক্ষাত্ মেলে। অতিকথন মুক্ত ভাষায় তিনি তাঁর নির্মিত চরিত্রদের পাঠকদের মাঝেও সঞ্চারিত করে দেন। উপন্যাস এবং গল্পের পরিবেশ-প্রতিবেশ, মূল এবং পার্শ্বচরিত্রদের ছোট ছোট বাক্যের ভেতর দিয়ে তুলে ধরে পুরো সমাজ এবং রাষ্ট্রের অন্তসারকেই উপস্থিত করার দক্ষতা রাখেন তিনি। এবার মেলায় প্রকাশিত হয়েছে তাঁর ছোটগল্পের বই ‘দুধ’ । বইয়ের নামগল্পটি হিমাল শর্ট স্টোরি পুরস্কারে বিজয়ী হয়েছিল। নতুন প্রকাশিত বই নিয়ে বার্ত২৪.কমের বইপ্রহরে সাথে কথা বলেছেন তিনি।