বইমেলায় চৈতন্য প্রকাশ করেছে সাদিয়া মাহ্জাবীন ইমামের তৃতীয় গল্পগ্রন্থ ‘বৈদিক পাখির গান’। যদিও বইটি নিয়ে তাঁর নিজের মনোভাব, এটি মূলত গদ্য, ভ্রমণ, পাঠ প্রতিক্রিয়ার একটি মিশ্রণ। সাদিয়া মাহ্‌জাবীন ইমামের জন্ম ১২ অক্টোবর ১৯৮২ সালে ফরিদপুর জেলার দয়ারামপুর গ্রামে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক দাঙ্গা ও গণমাধ্যম নিয়ে।
 
তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘পা’ ২০১৪ সালে এবং ২০১৭ সালে প্রকাশিত হয়েছিল দ্বিতীয় গল্পগ্রন্থ ‘রক্তমূলে বিচ্ছেদ’। বর্তমান বইটি লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। নতুন প্রকাশিত গল্পগ্রন্থটি এবং একটি যৌথ সম্পাদনা গ্রন্থসহ নিজের লেখালেখি নিয়ে কথা বলেছেন বইপ্রহর-এ