গারো জনগোষ্ঠীর আদি নিবাস আচিক আসং থেকে আসাম হয়ে বাংলাদেশ পর্যন্ত বসবাসকারীদের মুখে মুখে প্রচলিত রয়েছে অসংখ্য লোকগল্প। বিভিন্ন পশুপাখি, জীবজন্তু নিয়ে প্রচলিত এসব লোকগল্পে রয়েছে পুরাণকথা, ব্যঙ্গকথা, নীতিকথা, রোমান্স ও সৃষ্টিতত্ত্ব। বাংলাদেশ ও ভারতের মেঘালয় এবং আসামে প্রচলিত এমন ২৩টি লোকগল্প সংকলিত হয়েছে বইটিতে। গারো গল্পের সংকলক ম্যাগডিলিনা মৃ-র জন্ম টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে। সাহিত্য, সংস্কৃতি ও সংগীতের ওপর আগ্রহী গারো জনগোষ্ঠীর এই গবেষক ও উন্নয়নকর্মী কথা বলেছেন ‘বইপ্রহর’-এ