কবি ও গল্পকার কাজল শাহনেওয়াজ লেখালেখি করছেন চার দশক ধরে। ‘জলমগ্ন পাঠশালা’, কবিতা, ১৯৮৯; ‘রহস্য খোলার রেঞ্চ’, কবিতা, ১৯৯২; ‘কাছিমগালা’, ছোটগল্প, ১৯৯৩; ‘গতকাল লাল’, ছোটগল্প, ২০০৭; ‘আমার শ্বাসমূল’, কবিতা, ২০০৭; ‘কাঠকয়লায় আঁকা তোমাকে আমার’, কবিতা, ২০০৯; এবং ‘একটা পুরুষ পেপে গাছের প্রস্তাব’ কবিতা, ২০১৫; তাঁর উল্লেখযোগ্য বই। এছাড়া প্রকাশিত হয়েছে নির্বাচিত কবিতা ও গল্প। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নতুন বই ‘ঘোড়ার প্রেমপত্র’। সাক্ষাৎকারভিত্তিক এ বইটি কাজল শাহনেওয়াজের ১৯৮৬ থেকে ২০১৫ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে নেওয়া ও প্রকাশিত সাক্ষাৎকারের সংকলন। নতুন প্রকাশিত বইটি ও নিজের লেখালেখি নিয়ে কথা বলেছেন ‘বইপ্রহর’-এ