কামরুজ্জামান কামু একইসঙ্গে সমকালীন ও চিরকালীন অভিব্যক্তিধারী কবি। তাঁর কবিতায় হাজার বছরের বাংলা কবিতার মিলিত সুর ধ্বনি যেমন শুনতে পাওয়া যায়, তেমনই পাঠক সন্ধান পান এক নতুন জাদুকরী দুনিয়ার। একদিকে সমসাময়িক সমাজের মানবিক বিপর্যয়ে তার কবিসত্তা হু হু করে কেঁদে ওঠে, অন্যদিকে অন্তর্লীন বেদনার পরতে পরতে প্রায়শই মেতে ওঠে ব্যঙ্গ-বিদ্রুপ আর রঙ্গ-রসিকতায়। এবারের বইমেলায় প্রকাশিত কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতার বইটি, তাঁর সামগ্রিক লেখালেখি ও নানা প্রসঙ্গে কথা বলেছেন বার্তা২৪-এর বইমেলা উপলক্ষে বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ