তাসনুভা অরিন তাঁর যাপিত জীবনের অন্যতর ভাষ্য নির্মাণ করেন কবিতায়। সেখানে দৃশ্য-দৃশ্যান্তরের যুগ্ন উপস্থিতি কবিতাকে নতুন করে তোলে। আবরণের আড়াল থেকে যে পৃথিবী বেরিয়ে আসে, সেটার নতুনত্ব পাঠককেও সৃষ্টির আনন্দ দেয়। এবার বইমেলায় প্রকাশিত তাঁর প্রথম কবিতার বই ত্রিকালদর্শী বেলপাতা নিয়ে তিনি কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন বইপ্রহরে।