আবু মুস্তাফিজ সায়েন্স ফিকশন লেখেন। সেগুলোকে তিনি প্রাকৃতিক বলেন। তাঁর গল্পের কাহিনী বিন্যাসে প্রকৃতির বিভিন্ন বস্তু এবং ঘটনার পাশাপাশি এসে মেশে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ চরিত্র এবং দার্শনিক সম্প্রদায়ের ইঙ্গিত-ইশারা। তাই পাঠকরাও ইতিহাস এবং প্রকৃতির ভেতর আনন্দময় ভ্রমণ করতে পারেন। এবার বইমেলায় প্রকাশিত তাঁর শিন্টু ধর্মাবলম্বী রাজা, সবুজ ভদ্রমহিলা ও একজন অভদ্র সামুকামী নিয়ে তিনি কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ