কামাল চৌধুরী প্রেমকে মৌল বিবেচনা করে জীবনের মধুর আর তীক্ত মুহূর্তগুলোকে তুলে আনেন কবিতায়। তাঁর কবিতায় বাংলার প্রকৃতি এবং সংবেদনা পাওয়া যায়। সত্তরের দশকের এই কবি স্বাধীনতা-পরবর্তী আমাদের আশা-নিরাশাকে সার্থকভাবে ব্যক্ত করেছেন তাঁর কবিতায়। সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মুজিববর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে। বইমেলায় প্রকাশিত তাঁর নতুন কবিতার বই ‘টুঙ্গিপাড়া গ্রাম থেকে’, এবং আরো নানা প্রসঙ্গে কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন বইপ্রহর-এ