মোহাম্মদ আজম বর্তমান সময়ের প্রতিনিধিত্বশীল ভাষা গবেষক। তিনি তাঁর কাজে ইতোমধ্যে এই সময়ের প্রেক্ষিতে এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছেন—যা শুধু দরকারিই নয় অতীব প্রয়োজনীয়। তাঁর গবেষণামূলক প্রবন্ধ গুরুগম্ভীর ভাষার বিপরীতে অবস্থান করে এবং একইসাথে ভাষাকে শুধুমাত্র সাহিত্যের মাধ্যমে বিশ্লেষণ না করে ভাষা যেখানে সবচেয়ে প্রাণপূর্ণ সেই জনমানুষের দৈনন্দিন প্রয়োজনের জায়গা থেকে দেখতে আগ্রহী। এই বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর দুটি প্রবন্ধের বই, ‘কবি ও কবিতার সন্ধানে’ এবং ‘হুমায়ূন: পাঠ পদ্ধতি ও তাৎপর্য’। কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ।