বাংলাদেশের একজন সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশ-কাল, সমাজ, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে তাঁর ক্ষুরধার চিন্তার প্রতিফলন তিনি অর্থমন্ত্রী থাকাকালে বিভিন্ন কাজে দেখা গেছে। পাশাপাশি দেশ-সমাজ-রাষ্ট্র—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর নিজস্ব ভাবনাকে লিখিতরূপ দিতে অনেক বইয়েরও লেখক তিনি। সেসব বইয়ে বাংলাদেশের অর্থনীতি এবং রাষ্ট্রের সম্ভাবনা খুঁজে দেখার পাশাপাশি বাস্তবতাকেও এড়িয়ে যায়নি তাঁর অর্থনীতিবিদের তীক্ষ্ণ চোখ। তবে অর্থনীতিবিদ এবং লেখকই শুধু নন তিনি একজন বই সংগ্রাহকও। বইপ্রহরে নিজেকে দেশের সেরা ‘বইপোকা’ বলে দাবি করেছেন। সবচেয়ে বড় বইসংগ্রাহকের কৃতিত্বও রেখেছেন নিজের কাছে। তাঁর সংগ্রহে আছে ৫০ হাজার বই। এবার বইমেলায় সময় প্রকাশনী প্রকাশ করেছে তাঁর নির্বাচিত প্রবন্ধাবলি।