বিশ্বসাহিত্য, বাংলা সাহিত্যসহ শিল্পের বিভিন্ন শাখা সম্পর্কে অগাধ জানাশোনা রথো রাফির কবিতাকে বিজ্ঞতা দিয়েছে। তিনি কবিতায় বিশ্বের অপার শূন্যতার মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেন। যে কোনো কিছুর বিশদ তদন্তে আগ্রহী তাঁর কবিতা। রথো রাফি মোমসমুদ্রে বাক্যছুট শব্দদের আড়াল করা ক্যানোপি সরিয়ে দেন। তাঁর কম্পাস অনুধ্যানের দিকে বেদনাকেও উন্মোচিত করতে ঘুরে যায় এক নতুন পৃথিবীতে। কবিতা লিখছেন দীর্ঘ তিন দশক, কিন্তু বই প্রকাশ করেছেন এই প্রথম। প্রকাশিত তাঁর ‘অক্ষর ও বালির পৃথিবী’ নিয়ে কথা বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ