নব্বইয়ের দশকের কবি রায়হান রাইন কবিতার পাশাপাশি কথাসাহিত্য, অনুবাদ এবং সম্পাদনায়ও সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। অনুবাদ করেছেন, সুফি কবি মনসুর আল হাল্লাজের ‘কিতাব আল-তাওয়াসিন’। তাঁর সম্পাদিত গ্রন্থ: ‘বাংলার ধর্ম ও দর্শন’ এবং ‘বাংলার দর্শন: প্রাক্-উপনিবেশ পর্ব’—ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে বিবেচিত হয়েছে। এবার বইমেলায় তাঁর অনুবাদে প্রকাশিত হয়েছে বিশ্বসাহিত্যের গল্পসংকলন ‘ব্রোঞ্জের মৌমাছি ও অন্যান্য’। নতুন প্রকাশিত বই ও নিজের বহুমাত্রিক কাজ নিয়ে বলেছেন বার্তা২৪.কমের বিশেষ আয়োজন ‘বইপ্রহর’-এ।