সড়কে পড়ে আছে গাছপালা, যান চলাচল ব্যাহত

  ঘূর্ণিঝড় বুলবুল
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য গাছ

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়েছে অসংখ্য গাছ

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বরগুনার বিভিন্ন সড়কে ভেঙে পড়ে রয়েছে বিপুলসংখ্যক গাছ। সড়কের উপর গাছ পড়ে থাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে সাংবাদকর্মী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নিতে বাধার সম্মুখীন হচ্ছেন।

রোববার (১০ নভেম্বর ) সকাল ৯টার দিকে ১১০ কিলোমিটার বেগে বরগুনায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঝড়ো বাতাসে অসংখ্য গাছপালা ভেঙে পড়ে, বিদ্যুতের তার ছিঁড়ে যায়, লণ্ডভণ্ড হয়ে যায় বেশকিছু বাড়িঘর। এতে দুর্ভোগে পড়েন এলাকার কয়েক লাখ মানুষ।

বিজ্ঞাপন

বরগুনার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে থাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেমে যাওয়ার পরেও যান চলাচল বিঘ্ন হচ্ছে। বৈদ্যুতিক তার ছিঁড়ে এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বরগুনার বিভিন্ন সড়কে গাছপালা ভেঙে পড়ে থাকার কারণে দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের খবরাখবর নিতে কষ্ট হচ্ছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ঝড় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সড়কে গাছপালা সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে, খুব দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন