সাদা পোশাকে আদালতে মিন্নি
রিফাত হত্যাকাণ্ডবহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার ৭ নম্বর আসামি রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি বাবার মোটরসাইকেলে করে আদালতের পথে রওনা হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে মোটরসাইকেলে আদালতে আসেন মিন্নি।
এ সময় মিডিয়া কর্মীরা তাকে ঘিরে ধরেন। মামলার অন্য ৮ আসামিকেও কারাগার থেকে আদালতে আনা হচ্ছে। এক আসামি মুসা পলাতক আছেন।
মামলার অন্য আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৪), আল কাইউম ওরফে রাব্বি আকন (২২), মোহাইমিনুল ইসলাম সিফাত (২০), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৩), মো. হাসান (২০)।
গত ১৬ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে এ রায়ের তারিখ ঘোষণা করেন। এজন্য মিন্নিকে তার আইনজীবী মাহবুবুল বারী আসলামের কাছে জিম্মায় দেয় আদালত। আদালত বলেন রায় ঘোষণার আগমুহূর্ত পর্যন্ত মিন্নি তার আইনজীবীর কাছেই থাকবে। তবে তিনি মামলার প্রতিটি কার্যদিবসের মতোই মিন্নি সাদা পোশাকে তার বাবার গাড়িতে করে আদালত প্রাঙ্গণে হাজির হন।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বার্তা২৪.কম-কে বলেন, আজ আমার মেয়ের জামাই রিফাত হত্যার রায় ঘোষণা করা হবে। আমার মেয়ে আমার মোটরসাইকেলে করে আদালতে এসেছে। রাষ্ট্র পক্ষের আবেদনে আমাদের আইনজীবীর জিম্মায় দেওয়া হয়েছিলো মিন্নিকে। তিনি আরও বলেন, আদালতে মিন্নি সঠিক বিচার পাবে বলে আশাকরি।
আরও পড়ুন: রিফাত হত্যা মামলার রায় সকাল ১০টায়
রিফাত হত্যা মামলা: প্রধান সাক্ষী থেকে আসামি, স্পটলাইটে থাকবে মিন্নি!
রিফাত হত্যা মামলা: কারাগার থেকে আদালত পর্যন্ত কঠোর নিরাপত্তা বলয়