রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক বয়স্ক আসামিদের রায় পড়া শুরু

  রিফাত হত্যাকাণ্ড
  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনা জেলা শিশু আদালত

বরগুনা জেলা শিশু আদালত

বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যার ১৪ কিশোর আসামির রায় পড়া শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১ টার দিকে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় পড়া শুরু করেন। আসামিদের উপস্থিতিতে রায় পড়া শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে সকাল ৯ টার দিকে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এর আদালতে জামিনে থাকা আটজন অপ্রাপ্তবয়স্ক আসামি আদালতে হাজির হয় এবং বরগুনা কারাগারের শিশু ওয়ার্ডে থাকা অপ্রাপ্তবয়স্ক ছয় আসামিকেও আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বার্তা২৪.কম-কে বলেন, মামলাটির রায়ের জন্য পূর্ব নির্ধারিত সময় বেলা সাড়ে ১২ টা দিকে। তবে কিছুটা বিলম্ব হওয়ায় বেলা ১ টার দিকে বিচারক রায় পড়া শুরু করেন।

বিজ্ঞাপন