পদ্মা সেতুর প্রথম যাত্রী প্রধানমন্ত্রী, দিলেন টোল

  ‘স্বপ্ন ছুঁয়েছে’ পদ্মার এপার-ওপার
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মাওয়া পয়েন্টে সেতুর নির্ধারিত টোল পরিশোধ প্রধানমন্ত্রীর

মাওয়া পয়েন্টে সেতুর নির্ধারিত টোল পরিশোধ প্রধানমন্ত্রীর

বাংলাদেশের গর্ব ও অহংকার স্বপ্নের পদ্মা সেতুর প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মাওয়া পয়েন্টে নির্ধারিত টোল নিজ হাতে পরিশোধ করে পদ্মা সেতুতে উঠেন।

শনিবার (২৫ ‍জুন) বেলা ১১টা ৪৭ মিনিটে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টে টোল দেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে সুধী সমাবেশে যোগ দিয়ে বেলা ১১টা ২৫ মিনিটে মাওয়া পয়েন্টে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করেন শেখ হাসিনা।

এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পর মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশে যাত্রা শুরুর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন