আ.লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল-নাদেল

  আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০১৯
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আফজাল হোসেন ও শফিউল আলম/ছবি: সংগৃহীত

আফজাল হোসেন ও শফিউল আলম/ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল এর নাম ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধানমন্ডির কার্যালয় থেকে কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ সময় কাদের জানান, আগামী ৩ জানুয়ারি নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

আরও পড়ুন: আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বৃহস্পতিবার ৩৯ জনের নাম ঘোষণার কথা থাকলেও ৩২ জনের নাম ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। এখনো দলের কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ধর্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক এবং তিন জন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের নাম ঘোষণা বাকি আছে।

২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রথম দফায় ৮১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলররা শেখ হাসিনাকে সভাপতি এবং ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। সেদিন সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটির ৪২ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।